বুক এ কলঃ ০১৭১৪০৫৩১১৩

ছত্রাক নাশক এবং কীটনাশক এর একত্রে ব্যবহার
ছত্রাক নাশক এবং কীটনাশক মিশিয়ে একসাথে সবজি ক্ষেতে স্প্রে করা যাবে কিনা? এটা একটা ব্যাপক জিজ্ঞাসা। আমাদের দেশের বেশিরভাগ কৃষকই এই বিষয়ে নিশ্চিত নন। এটা এক সময় আমারও প্রশ্ন ছিল। নানা জনের কাছ থেকে নানা রকম পরামর্শ পেয়েছি। তারপর ব্যক্তিগত অনুসন্ধান এবং বিবিধ পড়াশোনার মাধ্যমে সঠিক তথ্য জানতে পেরেছি।
সমস্যাটি অনেক কৃষকের। আমার অভিজ্ঞতা এবং অর্জিত জ্ঞান অনুযায়ী বলছি।
আলাদা আলাদা করে ছত্রাক নাশক এবং কীটনাশক স্প্রে করা সবচেয়ে কার্যকরি এবং নিরাপদ। কিন্তু প্রয়োজন হলে এই দুটো একসাথে মিক্সিং করে স্প্রে করা যেতে পারে। সেক্ষেত্রে ব্যবহারের পূর্বে পন্যের লেবেল ভালো করে পড়ে নিন।
সেখানে ফাংগিসাইড এবং ইন্সেক্টিসাইড একত্রে ব্যবহার করার ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা লক্ষ করুন। মিক্সিং ডিরেকশন, সেফটি প্রিকশন্স এবং কোনো স্পেশাল রিকয়ারমেন্ট বা ইন্সট্রাকশন আছে কিনা দেখুন। নির্দেশনা না থাকলে ব্যবহার করতে পারবেন।
(যেমনঃ ন্যাশনাল এগ্রি কেয়ার এর আমেরিকান এনপিকেএস এর গায়ে লেখা থাকে কপার গ্রুপ ছাড়া অন্য যেকোনো ফাংগিসাইড বা ইন্সেক্টিসাইড এর সাথে এটা ব্যবহার করা যাবে। এ রকম নির্দেশনা।)
স্প্রে পরবর্তীতে গাছের ফাইটোটক্সিসিটি লক্ষ্য করতে হবে (ফাইটোটক্সিসিটি হচ্ছে ক্যামিকেলের মিশ্রনের কারণে গাছের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হওয়া বা গাছের পাতায় দাগ দেখা যাওয়া)।
গাছের ব্লুম পর্যায়ে একসাথে এ দুটো ব্যবহার করবেন না। ব্লুম পর্যায় হচ্ছে গাছের পুষ্পায়ন এবং পরাগায়ন মৌসুম। এ সময় নানান উপকারী কীটপতঙ্গ গাছের পরাগায়নের জন্য কাজে লাগে। এ সময় ছত্রাক নাশক এবং কীটনাশক একসাথে স্প্রে করলে অত্যাধিক টক্সিসিটির কারণে এসব উপকারী কীটপতঙ্গ হুমকির মুখে পড়তে পারে।
আমেরিকার পেন্সিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপকদের মতে সবচেয়ে ভালো হচ্ছে, ব্যাপকভাবে ব্যবহারের পূর্বে অল্প পরিসরে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করুন। এবং প্লান্টের উপরে এর ফলাফল কেমন তা গুরত্বের সাথে লক্ষ করুন এবং খাতায় নোট রাখুন।
যাই করুন না কেন, ছত্রাক নাশক বা কীটনাশক সঠিক মাত্রায় সঠিক পরিমান পানিতে মেশাতে হবে। এবং গাছের বয়স অনুযায়ী মাত্রার তারতম্য হবে।
তথ্যগুলো কারো কাজে লাগ্লে আমার লেখাটি সার্থক হবে।
সবাইকে অনেক ধন্যবাদ।
হ্যাপি ফার্মিং।
হাসান আহমদ
সিইওঃ এমআরএফ এগ্রো ইন্ডাস্ট্রিজ
