সফল কৃষি উদ্যোক্তা হওয়ার ১১ টি ধাপ

কৃষি বানিজ্যে একজন সফল কৃষি উদ্যোক্তা হতে হলে এই সেক্টরে আপনাকে ছাত্র-সুলভ শেখার মানসিকতা নিয়ে আসতে হবে। আপনাকে নতুন প্রযুক্তি, পরিবেশ এবং পদ্ধতির সাথে মানিয়ে নিতে আগ্রহী এবং সক্ষম হতে হবে। আপনাকে প্রচন্ড কৌতুহলী হতে হবে। একজন কৃষক হিসেবে আপনার সাফল্যের জন্য এটা খুব দরকার।

কৃষি সেক্টরে আমার অভিজ্ঞতার আলোকে  একজন সফল কৃষি উদ্যোক্তা হতে হলে একজন কৃষক বা খামারির কোন কোন দিক উন্নয়ন করা উচিৎ আজকে সে বিষয়গুলো নিয়ে লিখছি। আমার আলোচিত বিষয়গুলো ছাড়া হয়তো আরও অনেক বিষয় থাকবে যা আপনাদের জানা আছে। আশা করি লেখাটি পড়বেন।

সফল কৃষি উদ্যোক্তা 1
সফল কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান, দিরাই, সিলেট

এক: ধৈর্য একজন সফল কৃষি উদ্যোক্তার প্রথম ধাপ

কৃষি ব্যাবসায় সফল কৃষি উদ্যোক্তা হতে হলে একজন কৃষক হিসেবে প্রথমে আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে, কেননা জমি তৈরি ও  বীজ বপন থেকে শুরু করে  শস্য আহরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি একটি সময় সাপেক্ষ কাজ। তার ওপর কৃষিতে সবসময় আপনার আকাঙ্খা অনুযায়ী ফলাফল নাও আসতে পারে।

আপনি প্রাকৃতিক দূর্যোগ, পোকামাকড়, রোগবালাই, বাজারে চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহ, উৎপাদিত পণ্যের দাম পড়ে যাওয়া বা বাজারে অস্থিতিশীলতার মতো প্রচুর অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এসব অপ্রত্যাশিত পরিস্থিতি বা ফলাফল যাতে আপনার সাফল্য বা এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে না পারে সে অনুযায়ী আগাম পরিকল্পনা করুন এবং তা ডায়রিতে লিপিবদ্ধ করুন।

দুই: ছাত্র-সুলভ শেখার মানসিকতা তৈরি করুন

কৃষি বানিজ্যে সফল হতে হলে এই সেক্টরে আপনাকে ছাত্র-সুলভ শেখার মানসিকতা নিয়ে আসতে হবে। আপনাকে নতুন প্রযুক্তি, পরিবেশ এবং পদ্ধতির সাথে মানিয়ে নিতে আগ্রহী এবং সক্ষম হতে হবে। আপনাকে প্রচন্ড কৌতুহলী হতে হবে। একজন কৃষক হিসেবে আপনার সাফল্যের জন্য এটা খুব দরকার।

তিন: জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে একজন সফল কৃষি উদ্যোক্তার

জ্ঞান এবং দক্ষতা একসাথে চমৎকারভাবে যুক্ত।

নতুন জিনিস শেখার পাশাপাশি আপনাকে আপনার খামারের প্রতিটি দিক সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এর মধ্যে রয়েছে প্রতিটি ফসলের সাথে আপনার নিবিড় পরিচিতি বা সম্পর্ক, খামারের জন্য কোন প্রক্রিয়া সবচেয়ে ভাল কাজ করে এবং তা কীভাবে কাজ করে তা খুঁজে বের করা! রোগ-বালাই দমন ও মাটির স্বাস্থ্য ব্যবাস্থাপনায় আপনার দক্ষতার অভাব থাকলে দ্রুত প্রশিক্ষণ নিন এবং সফলদের সাথে যোগাযোগ গড়ে তুলু ও পরামর্শ নিন।

চার: সমস্যা সমাধানকারী হোন

কৃষক হিসেবে আপনাকে একজন সমস্যা সমাধানকারী হতে হবে। একজন সফল কৃষক জানেন কিভাবে ব্যবসার সব ফ্রন্টে সমস্যা মোকাবেলা করতে হয়। কাজের গুরুত্ব অনুযায়ী আপনাকে সমস্যাগুলি সনাক্ত করতে হবে এবং সমাধান করতে সক্ষম হতে হবে।

পাঁচ: সংগঠিত হোন

একজন ব্যবসার মালিক হিসাবে আপনাকে আপনার ব্যবসা চালু রাখার জন্য অনেকগুলি বিষয়ের উপর নজর রাখতে হবে। সফল হওয়ার জন্য আপনাকে সংগঠিত হতে হবে, আপনাকে আপনার দৈনন্দিন কাজের শীর্ষে থাকতে হবে, এবং মনে রাখবেন, কৃষিকাজ ব্যাপকভাবে সময় এবং শ্রম ব্যাবস্থাপনার দ্বারা পরিচালিত হয়।

ছয়: হিসাবে ভালো হোন:

কৃষিকাজে তথ্য এবং পরিসংখ্যানের একটা গুরুত্ব আছে। যখন কৃষি সম্পর্কিত তথ্য এবং পরিসংখ্যান সামনে আসে, তখন কৃষককে জানতে হবে তদনুযায়ী কী করতে হবে। কৃষিতে অংক একটা বড়সড় ভুমিকা রাখে, যা বেশিরভাগ কৃষকই জানেনা। একজন কৃষক হিসেবে ইনভেনটরি, বাজেট ও ব্যবসার প্রফিট পর্যালোচনা করার জন্য আপনার আর্থিক দক্ষতা থাকা প্রয়োজন। অংকে খারাপ হওয়ার কারণেও আপনার ফসলের বৃদ্ধির হিসাব গড়বর হতে পারে।

সাত: কর্মী ব্যাবস্থাপনায় কৌশলী হোন একজন সফল কৃষি উদ্যোক্তা

যে কোনো ব্যবসা সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য কর্মী বা শ্রমিক ব্যাবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ দিক। শ্রমিককে আপনার পরিকল্পনার পুরোটা শেয়ার করার প্রয়োজন নেই। কিন্তু তার কাজটি বিস্তারিত ভাবে তাকে বুঝিয়ে দিন। আন্তরিক ও একনিষ্ঠ কর্মীকে পুরস্কৃত করুন। খারাপ শ্রমিককে তিরস্কার না করে বুঝিয়ে বলুন অথবা বাদ দিন, কিন্তু দীর্ঘদিন তার ওপর নির্ভর থাকবেন না।

আপনার ব্যাবসার বারোটা বাজিয়ে দেওয়ার জন্য একজন খারাপ শ্রমিকই যথেষ্ট। তাই শ্রমিক নির্বাচনের দিকে মনযোগ দিন। শ্রমিকদের মধ্যে পারষ্পরিক স্বার্থ নিয়ে কোন্দল আছে কিনা সেদিকে খেয়াল রাখুন। কেননা এমনটি হলে আপনার কাজের ওপর প্রভাব পড়বে। সময় মতো শ্রমিকের টাকা পরিশোধ করুন।

আট: আপনার কমফোর্ট জোন প্রায়োরিটি দিন

কৃষি সেক্টরের যে কাজটি আপনি ভালো পারেন বা যে ক্ষেত্রে আপনি নিজেকে সাবলীল মনে করেন সে কাজটি করুন। উদাহরণ স্বরূপ, সবজি চাষাবাদে অনেক জাতের সবজি উৎপাদন করা যায়, কিন্তু আপনি হয়তো টমেটো চাষে খুব বেশি সাবলীল। তাই টমেটো চাষে বিনিয়োগ করা আপনার জন্য উত্তম।

নয়: পর্যাপ্ত মূলধন গুরুত্বপূর্ণ

একটি কৃষি প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে নেওয়ার জন্য যে মূলধন দরকার সেটা হাতে নিয়েই প্রজেক্ট শুরু করুন। প্রজেক্ট রানিং অবস্থায় মূলধন সংকট হলে ফলাফল পুরো বিনিয়োগ তুলে আনা আপনার জন্য অসম্ভব হয়ে পড়তে পারে। ঋণ করে প্রজেক্ট শুরু না করাই ভালো।

দশ:  ফার্মে অবস্থান ও নিরাপত্তা

আপনার বাসস্থান প্রজেক্টের নিকটে হওয়া বাঞ্ছনীয়। যাতে যাতায়াত সময় সংক্ষিপ্ত হয়। রাত্রিযাপন করার সুযোগ থাকলে সেটি খুবই ভালো। আপনার কষ্টে উৎপাদিত ফসল চুরি যাওয়া রোধ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করুন

এগার: ভালো বিক্রয়কর্মী হতে হবে একজন সফল কৃষি উদ্যোক্তাকে

আপনার ব্যাবসার কাঙ্খিত ফল পেতে হলে সঠিক জায়গায় পন্য বিক্রি নিশ্চিত করতে হবে। ব্যাবসা চালু রাখতে হলে আপনাকে লাভবান হতে হবে। এটি করার জন্য ক্রেতা প্রয়োজন। সেজন্য ক্রেতাদের একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে।  বাজার তৈরি এবং পণ্য বিক্রি করার জন্য আপনাকে কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম হতে হবে।

হাসান আহমেদ

১৭/১১/২০২৫

সিলেট

ছবির কৃষক একজন সফল কৃষি উদ্যোক্তা।

নাম: মিজানুর রহমান, দিরাই।

শেয়ার করুন
হাসান আহমদ
হাসান আহমদ

আধুনিক পলি হাউজে বিজ্ঞান সম্মত উপায়ে কোকোপিট দিয়ে প্লাস্টিক ট্রে'তে সবজি চারা ও গ্রাফটিং টমেটো চারা উৎপাদনে অভিজ্ঞ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *